সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এখন থেকে যেকোনো ধরণের ভিসা ধারীরা উমরাহ পালন করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনের অংশ হিসেবে উমরাহ যাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বিস্তারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ভিসা উমরাহর জন্য বৈধ হিসেবে বিবেচিত হবে তার মধ্যে রয়েছে:
- পার্সোনাল ভিসা
- ফ্যামিলি ভিসিট ভিসা
- ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা
- ট্রানজিট ভিসা
-ওয়ার্ক ভিসা
- অন্যান্য বিভিন্ন ভিসা
মন্ত্রণালয় বলেছে, ‘এই পদক্ষেপ বিশ্বের মুসলমানদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’
নুসুক উমরাহ প্ল্যাটফর্ম
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক উমরাহ’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে যার মাধ্যমে যাত্রীরা সরাসরি প্যাকেজ নির্বাচন করে উমরাহর অনুমতি পেতে পারেন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীরা বিভিন্ন সেবা বুক করতে পারবেন এবং সুবিধাজনক সময় বেছে নিতে পারবেন।
নিরাপদ ও আধ্যাত্মিক উমরাহ অভিজ্ঞতা
মন্ত্রণালয় বলেছে, ‘এই সকল সহজীকরণ ব্যবস্থা পবিত্র দুই মসজিদের খাদেম এবং ক্রাউন প্রিন্সের নেতৃত্বে একটি নিরাপদ, আধ্যাত্মিক ও উচ্চমানের সেবা নিশ্চিত করার প্রতিফলন।’
সূত্র: গালফ নিউজ