× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ‘গণহত্যা’ বন্ধে যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবকে স্বাগত জানাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত।

যদি গণহত্যা বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং মানবিক সহায়তা ও গাজা পুনর্গঠনের নিশ্চয়তা দেয় তাহলে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে গৃহীত যেকোনো সিদ্ধান্তকে তারা স্বাগত জানাবে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান বিশ্বাস করে, এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের কর্তৃত্বাধীন মনে করে।'

বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা বন্ধ হলেই দায় শেষ হয়ে যায় না, বরং গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি নেতৃত্বকে চিহ্নিত ও বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

ইরান আশা প্রকাশ করেছে, অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছাবে এবং তারা ত্রাণ কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত বলেও ঘোষণা করেছে।

খবর: আল-জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.