যদি গণহত্যা বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং মানবিক সহায়তা ও গাজা পুনর্গঠনের নিশ্চয়তা দেয় তাহলে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে গৃহীত যেকোনো সিদ্ধান্তকে তারা স্বাগত জানাবে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান বিশ্বাস করে, এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের কর্তৃত্বাধীন মনে করে।'
বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা বন্ধ হলেই দায় শেষ হয়ে যায় না, বরং গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি নেতৃত্বকে চিহ্নিত ও বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
ইরান আশা প্রকাশ করেছে, অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছাবে এবং তারা ত্রাণ কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত বলেও ঘোষণা করেছে।
খবর: আল-জাজিরা