× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, ডাক্তার দেখানো দরকার: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ অক্টোবর ২০২৫, ১৩:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

জলবায়ু আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থুনবার্গকে নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাগামী মানবিক সহায়তা বহরে অংশ নিয়ে ইসরায়েলের হাতে গ্রেপ্তার ও পরে বহিষ্কৃত হন। এর পর থুনবার্গ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সে (গ্রেটা) এখন আর পরিবেশ নিয়ে কিছু করে না। সে কেবল ঝামেলা করে। ওর রাগের সমস্যা আছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার।’

ট্রাম্প আরও বলেন, ‘তোমরা ওকে দেখেছো? একজন তরুণ মানুষ—কিন্তু এত রাগী, এত পাগলামি করে… ও আসলে একটা ঝামেলাবাজ।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে আসে, যখন গ্রেটা থুনবার্গ এবং আরও ১৬০ জন মানবাধিকার কর্মীকে নিয়ে গঠিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ সম্প্রতি গ্রীসে পৌঁছেছে। ইসরায়েল তাদের আটক করে দেশ থেকে বহিষ্কার করার পর। আল-জাজিরা বরাত এ খবর জানিয়েছে সংবাদমাদ্যম এএনআই।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় সহায়তা নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গত সপ্তাহে অন্তত ১৭১ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে থুনবার্গ, চারজন ফরাসি সংসদ সদস্য এবং আরও বহু আন্তর্জাতিক কর্মী রয়েছেন।

এএনআই জানায়, ইসরায়েল দাবি করেছে— বহরটি প্রকৃতপক্ষে কোনো সহায়তা বহন করছিল না। এছাড়া অংশগ্রহণকারীরা মানবিক সাহায্যের চেয়ে উস্কানিমূলক উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। তারা বলেছে, ‘এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল হামাসের স্বার্থে উস্কানি দেওয়া।’

অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেপ্তারকৃতদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ‘আটকদের সব আইনগত অধিকার নিশ্চিত করা হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.