× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় গণহত্যা: আইসিসিতে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

ছবি: সংগৃহীত।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইসরায়েলের গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত গণহত্যায় সহযোগিতার অভিযোগে তার এবং তার মন্ত্রিসভার দুই মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রিপোর্ট করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা আরএআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক আদালত কর্তৃক এখনো নিশ্চিত না হওয়ায় এই পরিস্থিতি নিয়ে এটিই তার প্রথম জনসমক্ষে মন্তব্য।

মেলোনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেট্টো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত বলতে তিনি এমন একটি পরিস্থিতি বোঝান, যখন আদালতকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য কোনো অপরাধ সম্পর্কে সতর্ক করা হয়। অভিযোগটি ঠিক কী ছিল সে সম্পর্কে মেলোনি বিস্তারিত কিছু জানাননি।

আইসিসিতে গাজা যুদ্ধ সংক্রান্ত কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, এছাড়াও হামাসের বেশ কয়েকজন প্রয়াত সদস্যের বিরুদ্ধেও পরোয়ানা রয়েছে।

মেলোনির এই বিবৃতিটি ইতালিতে যুদ্ধবিরোধী বিক্ষোভের বাড়বাড়ন্তের মধ্যে এসেছে, যা আংশিকভাবে প্রভাবশালী শ্রমিক ইউনিয়নগুলোর নেতৃত্বে চলছে।

সূত্র: আল জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.