ফ্রান্সে সৃষ্ট গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দেশটির কেয়ারটেকার প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকরনু পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র ১৪ ঘণ্টা পরেই তিনি এই সিদ্ধান্ত নিলেন। এর ফলে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে গত দুই বছরে লেকরনুসহ মোট পাঁচজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। লেকরনু তার নতুন মন্ত্রিসভা তৈরি করার পরই বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন, যা তার পদত্যাগের অন্যতম কারণ।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ লেকরনুকে তার পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও, পদত্যাগী প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। লেকরনু আরও জানান, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন নীতি এই চলমান রাজনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ।