× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোবেল না পাওয়ার দিনেই শত্রু দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

১১ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম

ছবি: সংগৃহীত।

চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতে সীমাবদ্ধতা আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘চীন যেহেতু অভূতপূর্ব অবস্থান নিয়েছে, তাই যুক্তরাষ্ট্র এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র—আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে (অথবা এর আগেই, যদি চীন নতুন কোনো পদক্ষেপ নেয়) চীনের সব পণ্যের ওপর বর্তমানে প্রযোজ্য শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।’

তিনি আরও লেখেন, ‘একই দিনে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হবে। বিশ্বাস করা কঠিন যে চীন এমন পদক্ষেপ নিতে পারে—কিন্তু তারা নিয়েছে, আর ইতিহাস সেটিই মনে রাখবে।’

এর আগে, ট্রাম্প বেইজিংয়ের ঘোষণাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে বলেন, এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের প্রান্তে নির্ধারিত বৈঠকের আর ‘কোনো প্রয়োজন নেই’।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নতুন নিয়মের আওতায় বিরল খনিজসম্পর্কিত প্রযুক্তি—যেমন খনি উত্তোলন, গলন ও পৃথকীকরণ, চুম্বকীয় উপাদান উৎপাদন, এবং পুনর্ব্যবহার—রপ্তানি করা যাবে না সরকারের অনুমতি ছাড়া।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এসব প্রযুক্তি ও তথ্য বিদেশি কোম্পানির সঙ্গে বিনা অনুমতিতে ভাগাভাগি করা বা সহযোগিতামূলকভাবে ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে চীন প্রথমবারের মতো এ ধরনের রপ্তানি নিয়ন্ত্রণ চালু করে, যা বৈশ্বিক বাজারে বিরল খনিজের ঘাটতি সৃষ্টি করেছিল। পরবর্তীতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে সরবরাহ আংশিকভাবে পুনরায় শুরু হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.