× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোবেল পাওয়ার পর মাচাদোর সঙ্গে যে কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১১ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কথা বলেছেন, যদিও তার প্রশাসন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে জানিয়ে আসছেন যে তিনি নোবেল পুরস্কার পেতে চান। সাম্প্রতিক দিনগুলোতে তার গাজা শান্তি পরিকল্পনা অগ্রগতি পাওয়ায় বিশ্বনেতাদের একটি অংশও তাকে পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন। তবে নোবেল পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী, কোনো বছরের জন্য মনোনয়ন জানুয়ারির শেষেই বন্ধ হয়ে যায়।

নোবেল কমিটি শুক্রবার জানায়, ২০২৫ সালের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নেতা মারিয়া কোরিনা মাচাদো — ‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তার সংগ্রামের’ স্বীকৃতি হিসেবে।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো জানান, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে আলাপের বিস্তারিত প্রকাশ করতে চাননি। পুরস্কার গ্রহণের পর দেওয়া তার বিবৃতির মতোই তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার সন্ধ্যায় এক বক্তব্যে ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি মাচাদোর সঙ্গে কথা বলেছেন এবং বলেন, ‘তিনি খুবই ভদ্র ছিলেন।’

ট্রাম্প বলেন, ‘‘যিনি আসলে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ ফোন করে বললেন, ‘আমি এটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনি এই পুরস্কারের যোগ্য।’ তার আচরণ খুবই ভদ্র ছিল। আমি বলিনি, ‘তাহলে আমাকে দিন,’ যদিও আমার মনে হয় তিনি হয়তো দিতেন। তিনি খুব ভালো মানুষ।’’

তিনি আরো বলেন, ‘আমি তাকে অনেকভাবে সাহায্য করেছি। ভেনেজুয়েলায় এখন বিপর্যয়কর অবস্থা, অনেক সহায়তার প্রয়োজন। আর আপনি এটাও বলতে পারেন, পুরস্কারটি মূলত ২০২৪ সালের ঘটনাকে ঘিরেই দেওয়া হয়েছে, যখন আমি নির্বাচনে লড়ছিলাম।’

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং সামাজিক মাধ্যমে লেখেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করল, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.