ছবি: সংগৃহীত।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষে তাদের নিরাপত্তা বাহিনী ২০০-র বেশি আফগান তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এই লড়াইয়ে পাকিস্তানের ২৩ জন সেনা শহীদ হয়েছেন বলেও জানানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষ ঘটে ১১ ও ১২ অক্টোবরের রাতের মধ্যে, যখন আফগান তালেবান বাহিনী ভারতের সহায়তায় "ফিতনা আল খারেজ" নামের একটি জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় পাকিস্তানি অবস্থানের ওপর বিনা উসকানিতে আক্রমণ চালায়।
“ফিতনা আল খারেজ” হলো পাকিস্তান রাষ্ট্র কর্তৃক গঠিত একটি পরিভাষা, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহৃত হয়। এটি মূলত ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর চালু হয়।
এই আক্রমণ, যাতে সীমান্তপারে গুলি চালানো ও সীমিত পরিসরে ভৌত হামলা অন্তর্ভুক্ত ছিল, সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে সন্ত্রাসবাদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে চালানো হয়।
আইএসপিআর জানায়, পাকিস্তানি সেনারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এই হামলা প্রতিহত করে এবং তালেবান ও তাদের সহযোগীদের ওপর গুরুতর ক্ষয়ক্ষতি ঘটায়।
তালেবান শিবির, পোস্ট ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রে লক্ষ্য করে নির্ভুল আঘাত ও অভিযান চালানো হয়, যার মধ্যে “ফিতনা আল খারেজ” (এফএকে), “ফিতনা আল হিন্দুস্তান” (এফএএইচ), এবং আইএসকেপি/দায়েশ-এর সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্ক অন্তর্ভুক্ত ছিল।
সেনা কর্মকর্তারা জানান, ২০০-র বেশি তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী নিহত হয় এবং বহু প্রশিক্ষণ কেন্দ্র ও সহায়তা ঘাঁটি ধ্বংস করা হয়। আফগান সীমান্তের ভেতরে ২১টি শত্রুপক্ষের অবস্থান অস্থায়ীভাবে দখল করে পাকিস্তানি বাহিনী, পরে তা ত্যাগ করা হয়।
এই রাতভর অভিযানে পাকিস্তানের ২৩ জন সেনা শহীদ হন এবং আরও ২৯ জন আহত হন। পাকিস্তান জানায়, বেসামরিক প্রাণহানি এড়াতে সব রকম সতর্কতা অবলম্বন করা হয়।
নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানের জনগণ শান্তিপূর্ণ কূটনীতি ও সংলাপকে সহিংসতা ও আগ্রাসনের চেয়ে অগ্রাধিকার দেয়, তবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিশ্বাসঘাতকতাপূর্ণ ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারতের সফরের সময়ই এই বড়সড় উসকানিমূলক ঘটনা ঘটেছে—যা এই অঞ্চলে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে পাকিস্তান তালেবান সরকারকে অনতিবিলম্বে এবং যাচাইযোগ্যভাবে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী—এফএকে, এফএএইচ, ও দায়েশকে নিষ্ক্রিয় করার আহ্বান জানায়।
পাকিস্তানের আইএসেপিআর জানায়, পাকিস্তান তার নাগরিকদের রক্ষার অধিকার প্রয়োগ করতে থাকবে এবং ধারাবাহিকভাবে সন্ত্রাসী ঘাঁটিগুলোকে নির্মূল করবে। তালেবান সরকারকে বিভ্রান্তিকর মনোভাব পরিহার করে আফগান জনগণের মঙ্গল, শান্তি, উন্নয়ন ও কল্যাণকে প্রাধান্য দিতে হবে।
গত রাতের ঘটনা আবারও প্রমাণ করলো, তালেবান সরকার সন্ত্রাসীদের সক্রিয়ভাবে সহায়তা করছে, যা দীর্ঘদিন ধরে পাকিস্তান বলে আসছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh