× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আপনি সত্যিই সুন্দরী : ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ অক্টোবর ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

মিশরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরায়েল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী বলে মন্তব্য করেন।

সিএনএন ও এনডিটিভির খবরে বলা হয়, মিশরের গাজা সম্মেলনে সোমবার মঞ্চে উপস্থিত ছিলেন একমাত্র নারী নেতা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তিনি সুন্দরী।’

৭৯ বছর বয়সী তিনবার বিবাহিত ট্রাম্প স্বীকার করেন যে এমন মন্তব্যের কারণে তাকে লিঙ্গবৈষম্যের অভিযোগের মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ‘‘আমাকে আসলে এটা বলা উচিত নয়, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে ‘সুন্দরী’ বলা মানে আপনার রাজনৈতিক জীবনের ইতি টানা—কিন্তু আমি ঝুঁকি নিতে রাজি।”

এরপর ৪৮ বছর বয়সী মেলোনির দিকে ফিরে ট্রাম্প যোগ করেন, ‘আপনাকে সুন্দরী বলা হলে আপত্তি করবেন না, তাই তো? কারণ, আপনি সত্যিই সুন্দরী।’

ট্রাম্পের পেছনে মেলোনি দাঁড়িয়ে থাকায় ক্যামেরায় তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

ট্রাম্প পরে মেলোনিকে প্রশংসা করে বলেন, ‘তিনি অবিশ্বাস্য একজন ভালো মানুষ। ইতালিতে তাকে সত্যিই অনেক সম্মান করা হয়। তিনি একজন অত্যন্ত সফল রাজনীতিক।’

প্রায় ৩০ জন বিশ্বনেতার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে থাকা মেলোনি ছিলেন একমাত্র নারী।

ওই নেতারা একসঙ্গে গাজার জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.