× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন যুদ্ধকৌশল গ্রহণ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ অক্টোবর ২০২৫, ১৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

ইরান ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় নতুন প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করেছে। সম্প্রতি ১২ দিনের আগ্রাসনের যুদ্ধ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি।

সোমবার (১৩ অক্টোবর) সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান। বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।

মেজর জেনারেল হাতামি বলেন, ‘ইসলায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক জুন মাসে চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ আমাদের ১২ বছরের সমান শিক্ষা দিয়েছে।’

তিনি জানান, ইরান এক পূর্ণাঙ্গ হাইব্রিড যুদ্ধের মুখোমুখি হয়েছিল। এই যুদ্ধে শত্রুপক্ষ উন্নত প্রযুক্তি, রাজনীতি, গণমাধ্যম, নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকাণ্ড একসঙ্গে ব্যবহার করেছে।

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে হুমকি মোকাবিলার কৌশল গ্রহণ করেছি। এতে শত্রুর বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ এবং কঠোর জবাব দেওয়ার সক্ষমতা বাড়াবে।’

সেনাপ্রধান আরও বলেন, আজকের বিশ্বের প্রভাবশালী ব্যবস্থা একটি বলপ্রয়োগ ও জবরদস্তির যুক্তি প্রতিষ্ঠা করেছে। আমরা এই জবরদস্তিমূলক আচরণের উদাহরণ স্পষ্টভাবে দেখতে পেয়েছি- গাজা, ইরান, সিরিয়া, লেবানন এবং কাতারের বিরুদ্ধে শিশুহত্যাকারী শাসকগোষ্ঠীর আগ্রাসনে।’

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাষায় সতর্ক করে বলেন, ‘এই ধরনের যুক্তিকে মোকাবিলা করার একমাত্র উপায় হলো শক্তিশালী ও প্রভাবশালী হওয়া।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.