× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রানওয়ে থেকে ছিটকে বিমান পড়লো সাগরে, দুইজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক।

২০ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম

ছবি: সংগৃহীত।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ ছিলেন। এছাড়া প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত রয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ দুবাই থেকে হংকংয়ে পৌঁছায়। ফ্লাইটটি পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন ‘‘এয়ার এ সি টি’’।

উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় বিমানটি একটি স্থলযানের সঙ্গে ধাক্কা খায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন কর্মী সাগরে পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও দুজনকেই মৃত ঘোষণা করা হয়। স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পরপরই হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

প্লেনে থাকা চারজন ক্রু সদস্য অক্ষত অবস্থায় উদ্ধার হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাকি দুটি রানওয়ে সচল রাখা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে, যেখানে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.