× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতালিতে বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল

কাজী সাত্তার ইতালি প্রতিনিধি।

২০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম । আপডেটঃ ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

গত ১৮ অক্টোবর রোজ শনিবার ইতালির ভিছেন্সা প্রভিন্সের থিয়েনে শহরে যথাযথ মর্যাদায় ব্যাপক মুসল্লিদের উপস্থিতিতে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউরোপের বুকে বেড়ে ওঠা কচিকাঁচা আগামী প্রজন্ম যাতে ইসলামী পরিবেশে বেড়ে উঠতে পারে দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ এবং সাধারণ জনগণ যাতে ইউরোপে এসে বিজাতীয় কালচারে মত্ত হয়ে ইসলাম ও ইসলামের আদর্শ থেকে দূরে সরে না যায় সে লক্ষ্য নিয়ে বাৎসরিক এ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বায়তুল মা'মুর জামে মসজিদের সেক্রেটারি জেনারেল কাজী সাত্তার ও হোসাইন ইসরাফিল সাহেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে কচিকাচা বাচ্চাদের হামদ নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

হাফেজ আব্দুল নবী হাবিবি (মরক্কা)  মধুর কন্ঠের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ওয়াজ ও দোয়া মাহফিলে- বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম মূল্যবান বয়ান করেন। 

বিশেষ বক্তা হিসেবে মরক্কের নাগরিক ইসলামি স্কলার আহমেদ কাস্তানিয়া তার বক্তব্যে ইউরোপের মাটিতে দ্বীনি কাজের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ বক্তা হিসেবে ইতালির উদিনে শহর থেকে আগত উদিনে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা জনাব আসাদ ফাহিম বাচ্চাদের ইসলামী শিক্ষার বিষয়ে তুলে ধরেন। 

প্রখ্যাত আলেমেদ্বীন, ইসলামী স্কলার ও ইসলামী চিন্তাবিদ শায়খ আরাবি ইয়াসিন এবং সর্বশেষ প্রধান বক্তা ইসলামিক স্কলার শায়খ মোঃ ইউনুস সাহেব ইউরোপের  বুকে বাচ্চাদের ইসলামিক শিক্ষা এবং ইসলামী পরিবেশে  পরিবার-পরিজনদের পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন। 

ভিছেন্সা প্রভিন্স পার্শ্ববর্তী বিভিন্ন  প্রভিন্স থেকে মুসল্লিরা ওয়াজ শুনতে উপস্থিত হন অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন ভিছেন্সা কমিউনিটি ও অ্যাসোসিয়েশন ভিছন্সা সিটি এত সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী টাটকা ব্র্যান্ডের স্বত্বাধিকারী সিআইপি জনাব এমদাদুল হক, সাধারণ সম্পাদক হাজী তারেক, আলত থেকে কমিউনিটি ব্যক্তিত্ব বিএনপি নেতা শিকদার মোহাম্মদ কায়েস, ইমরান খান জাফর আহমেদ আনিসুর রহমান সহ নানাবিধ শ্রেণী পেশার মানুষ ওয়াজে উপস্থিত থাকেন। 

মোনাজাতের পূর্বে কমিউনিটি ও মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের সাধারণ সম্পাদক কাজী সাত্তার আগত মুসল্লি ও পাশের মাদ্রাসা পক্ষে ওয়াজ শুনতে আসা মহিলা ভাবি ও বোনদের সহ যারা স্বেচ্ছায় সেবা দিয়েছেন আর্থিকভাবে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে মুসলিম উম্মাহ মসজিদ পরিচালনা কমিটি বাংলাদেশ কমিউনিটি সহ সকলের জন্য দোয়া শেষে সকলের মাঝে তাবারক রাতের খাবার পরিবেশন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.