× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

২২ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনকে ঘিরে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। কয়েক মাস পর এই প্রথমবারের মতো উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

বুধবার (২২ অক্টোবর) সকালে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বে ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়ে। অনুমান করা হয়েছিল এটি তারা সাগরে পড়বে। দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা জানায়, এগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, ‘আমাদের সেনাবাহিনী অতিরিক্ত নিক্ষেপের সম্ভাবনায় পর্যবেক্ষণ জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে প্রয়োজনীয় তথ্য বিনিময় করে সতর্ক অবস্থান বজায় রাখছে।’

উল্লেখ্য, গত মে মাসের ৮ ও ২২ তারিখে উত্তর কোরিয়া সর্বশেষ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।

বিশ্লেষকরা আগে থেকেই আশঙ্কা করছিলেন, এপেক সম্মেলনের আগে বা চলাকালীন উত্তর কোরিয়া উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে, যাতে তারা নিজেদের পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে পারে।

সিউলের ইহওয়া উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক পার্ক ওন-গন বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পক্ষ থেকে সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার কৌশল হতে পারে, যেটি তিনি আগেও করেছে।’

এর আগে অক্টোবর মাসে পিয়ংইয়ংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে নতুন হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করে উত্তর কোরিয়া। এটিকে দেশটির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এই কুচকাওয়াজে চীন ও রাশিয়ার শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়া বরাবরই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ব্যাখ্যায় তারা বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে নিজেদের রক্ষা করতেই এই প্রস্তুতি।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, এ বছরেই আবার কিমের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রয়েছে।

এদিকে, পিয়ংইয়ং জানিয়েছে, কিম ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও পরমাণু অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না।

সূত্র: আল-জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.