× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ একদমই কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন যে, নিরাপত্তা পরিষদ এখন "একদমই কোনো কাজ করছে না" এবং কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর লুলা বলেন, "সাম্প্রতিক সময়ের প্রতিটি বড় যুদ্ধ শুরু করেছে সেই দেশগুলোই যারা নিজেরাই নিরাপত্তা পরিষদের সদস্য। কোনো পরামর্শ ছাড়াই, কোনো জবাবদিহি ছাড়াই তারা এসব যুদ্ধ করছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের জাতিসংঘ "কাজ করা বন্ধ করে দিয়েছে", যার ফলে পৃথিবীতে কার্যকর কোনো বৈশ্বিক নেতৃত্ব আর নেই। লুলা প্রশ্ন তোলেন, “ফিলিস্তিনের গাজায় যখন দীর্ঘদিন ধরে গণহত্যা ও মানবিক বিপর্যয় চলছে, তখন এই দেশগুলো কেমন করে চুপ করে বসে থাকতে পারে?” তিনি জোর দেন যে, গাজায় চলমান মানবিক সংকটে পরিষদের নীরব দর্শক ভূমিকা হতাশাজনক।

তিন দিনের সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে থাকা প্রেসিডেন্ট লুলা বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে না, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লুলার প্রশংসা করে বলেন, তিনি এমন একজন নেতা যিনি শ্রমজীবী মানুষের মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলেন। গাজার মানুষের দুর্ভোগ লাঘব ও জলবায়ু সংকটে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁর আহ্বান প্রশংসনীয়। বৈঠকের পর আনোয়ার 'এক্স'-এ জানান, দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খাদ্য ও কৃষি প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.