× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সবকিছু পরিকল্পনা অনুসারে চলছে', কিমকে বার্তা পাঠালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ অক্টোবর ২০২৫, ১৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ অক্টোবর) ক্রেমলিনে আলোচনার সময় রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইকে বলেন, তার দেশের নেতা কিম জং উনকে জানাতে, “দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে।”

গত বছর পুতিন ও কিম একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানকে সমর্থন জানাতে উত্তর কোরিয়া রাশিয়ায় সেনা, কামান গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে জানা গেছে।

পুতিন চোয়েকে বলেন, ‘আমরা বেইজিংয়ে আমাদের সম্পর্ক এবং উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে গত মাসে চীনের রাজধানীতে উদযাপনের সময় কিমের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করেন পুতিন।

পুতিন বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুসারে চলছে। দয়া করে তাকে (কিমকে) আমার শুভেচ্ছা জানাবেন।’ 

ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়া অনুমান করছে, রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক প্রযুক্তি সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধে ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সেপ্টেম্বরে অনুমান করেছিল, যুদ্ধে প্রায় ২ হাজার উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে।

সোমবার মস্কোতে চো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কোরিয়ান উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আক্রমণাত্মক পদক্ষেপের কারণেই হচ্ছে, এ বিষয়ে উভয় মন্ত্রী একমত হয়েছেন। সূত্র : রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.