× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত।

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই)-এর নবম আসরে যোগ দিতে সৌদি আরব সফরে গেলে মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রিন্স ফয়সালের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ মুস্তাফা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, এর মাধ্যমেই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও আলোচনার ফলাফল নিয়েও মতবিনিময় হয়। এর মধ্যে ছিল ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘টু-স্টেট সলিউশন সামিট’ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা।

বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষ কূটনৈতিক, মানবিক ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারে আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করা ও তাদের বাজেট সহায়তা বৃদ্ধির গুরুত্বও তুলে ধরেন তারা।

এছাড়া গাজার সব এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন সৌদি ও ফিলিস্তিনি নেতারা।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.