× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ অক্টোবর ২০২৫, ১৬:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় আরেকটি জাহাজে বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। মাদক চোরাচালানের অভিযোগে এই হামলা চালানো হয়েছে। মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলে তিনটি পৃথক হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার পর এটি নতুন করে ঘটল।

হোয়াইট হাউসের বরাতে আল জাজিরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন যুদ্ধ দপ্তরের মন্ত্রী (সম্প্রতি পুনর্গঠিত প্রতিরক্ষা দপ্তর) পিট হেগসেথ বুধবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, "আরেকটি মাদক-পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী জাহাজে নিহত হয়েছে।" হেগসেথ আরও দাবি করেন, জাহাজটি একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছিল।

মন্ত্রী হেগসেথ হামলার সঠিক অবস্থান উল্লেখ না করলেও বলেছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে। তিনি হামলার আকাশ ফুটেজ পোস্ট করে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী এই জাহাজটিও অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল এবং মাদক বহনের জন্য একটি পরিচিত পথ ধরে চলাচল করছিল। বুধবারের হামলায় নিহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.