× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আছড়ে পড়লো ব্রিটিশ হেলিকপ্টার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক।

০১ নভেম্বর ২০২৫, ১৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত।

ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন, তাদের মধ্যে রয়েছেন পাইলট, এক নারী ও এক শিশু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ডনকাস্টারের বেন্টলি এলাকার ইংস লেনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্কাই নিউজ।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হলেও, চিকিৎসা কর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশ তাদের সহায়তা করছে।

অপরদিকে, ৪১ বছর বয়সী পাইলট, ৫৮ বছর বয়সী নারী ও ১০ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক ও সিলভার কমান্ডার গ্যারি ম্যাগনে জানান, এই মর্মান্তিক ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি। যার কাছে দুর্ঘটনার সময়কার কোনো ফুটেজ বা তথ্য আছে, তাদের পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে।”

ডনকাস্টার নর্থের এমপি এড মিলিব্যান্ড বলেছেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। ডনকাস্টারের মানুষ আজ ভুক্তভোগীর কথা স্মরণ করবে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি রেটফোর্ডের কাছে গ্যামস্টন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার বিষয়টি তারা নিশ্চিত করেছে, তবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বিমান দুর্ঘটনা তদন্ত শাখা (এএআইবি) ঘটনাস্থলে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে এবং দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.