যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল–শারা। আগামী ১০ নভেম্বর বৈঠকের জন্য তিনি যুক্তরাষ্ট্র যাবেন।
যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম বারাক অ্যাক্সিওস বরাত এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
এটি হবে ইতিহাসে কোনো সিরিয়ার প্রেসিডেন্টের প্রথমবারের মতো হোয়াইট হাউস সফর।
টম বারাক জানান, প্রেসিডেন্ট আল–শারা সফরকালে আইএস (দায়েশ) বিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আল–শারার ওয়াশিংটন সফরের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে পঞ্চম দফা প্রত্যক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।