× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পাচ্ছে নিউইয়র্কবাসী

ডেস্ক রিপোর্ট।

০৫ নভেম্বর ২০২৫, ১৪:১৮ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে ইতিহাস গড়ে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি।

আজ বুধবার (৫ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। 

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে মিডিয়াটি জানায়, নিউইয়র্ক সিটির বহুল আলোচিত এই নির্বাচনে জোহরান মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন। নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতান্ত্রিক’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন।

এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রায় সাত লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন— যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কে অন্য কোনো নির্বাচনে সর্বাধিক আগাম ভোট হিসেবে বিবেচিত।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)। শহরের অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে নিজেও ভোট দেন জোহরান মামদানি। 

উল্লেখ্য, প্রচারণায় তিনি নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমানোসহ সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের অঙ্গীকার করেন। তরুণসহ বিভিন্ন বয়সী ভোটারের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তিনি, যার প্রতিফলন দেখা গেছে ভোটের ফলাফলেও।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্থানীয় নির্বাচন। এমন এক প্রেক্ষাপটে একজন মুসলিম প্রার্থীর নিউইয়র্ক সিটির মতো গুরুত্বপূর্ণ নগরে জয়লাভ করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে।

সূত্র: আল-জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.