× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজয় ভাষণে ট্রাম্পকে মামদানি বললেন, ‘ভলিয়ম বাড়ান’

ডেস্ক রিপোর্ট।

০৫ নভেম্বর ২০২৫, ১৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত।

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সময় নষ্ট না করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে তাদের মধ্যে। যে দ্বন্দ্ব সম্ভবত ৩৪ বছর বয়সী মেয়র ও ট্রাম্পের সম্পর্ক বলে দেবে। 

মঙ্গলবার রাতে বিজয় ঘোষণা হওয়ার পর সমর্থকদের সামনে বিজয় ভাষণে মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি যত দূর জানি, আপনি দেখছেন।

আমি আপনাকে চারটি শব্দ বলব, টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।’ 

সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মামদানি বলেন, ‘নিউইয়র্ক প্রমাণ করেছে যে, তারা রাজনৈতিক অন্ধকারের মুহূর্তে এক আলোকবর্তিকা হিসেবে দাঁড়াবে।’ তিনি আরো বলেন, ‘আমরা এখানে আমাদের প্রিয়জনদের পাশে দাঁড়াতে বিশ্বাস করি। আপনি অভিবাসী হোন বা ট্রান্স সম্প্রদায়ের সদস্য হোন, ডোনাল্ড ট্রাম্প যেসব কৃষ্ণাঙ্গ নারীকে ফেডারেল চাকরি থেকে বরখাস্ত করেছেন তাদের একজন হোন, কিংবা এমন কোনো একক মা, যিনি এখনও মুদির পণ্যের দাম কমার অপেক্ষায় আছেন, অথবা অন্য কেউ যারা দেয়ালে পিঠ ঠেকে থাকা অবস্থায় লড়ছেন।’

নিউইয়র্কে নির্বাচনে জয়ের পর মামদানি বলেন, ‘স্বৈরশাসকরা কখনোই আমাদের শহরকে ভয় দেখাতে পারবে না।’ শহরের প্রথম মুসলিম মেয়র হতে চলা মামদানি আরো বলেন, ‘নিউইয়র্ক আর এমন একটি শহর থাকবে না, যেখানে ইসলামভীতি ছড়িয়ে নির্বাচনে জেতা সম্ভব হবে।’

ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান আরো বলেন, ‘আমাদের মধ্যে কারো কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।’ জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছেন, ওই সময় ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘…এবং এবার এটা শুরু হলো!’

ভাষণ শুরুর সময় সমর্থকরা ‘জোহরান, জোহরান’ বলে স্লোগান দিতে থাকেন।

মামদানি বলেন, ‘আজ আমরা দেখিয়েছি, আশা এখনো বেঁচে আছে। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরো সাহসী পদক্ষেপ আশা করবে।’

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন।

নিউইয়র্কবাসীকে জোহরান নয়, কুমোকে ভোট দিতে বলেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা তিনটি নির্বাচনে বিশাল জয়লাভ করেছেন। এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার নয় মাস পর প্রথম বড় নির্বাচন। এতে দলের নতুন প্রজন্মের নেতাদের জায়গা হয়েছে এবং আগামী বছরের কংগ্রেস নির্বাচনের আগে বিপর্যস্ত ডেমোক্র্যাটিক পার্টিকে নতুন আশা দেখাচ্ছে। 

মামদানির এই বিজয় নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন রাজনৈতিক যুগের শুরু করেছে। যেখানে তিনি একদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত, অন্যদিকে শহরের গভীর অর্থনৈতিক বৈষম্য মোকাবেলা করতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.