× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মামদানি ছাড়াও দুই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ নভেম্বর ২০২৫, ১৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্র্যাটরা বড় ধরনের সাফল্য অর্জন করেছে। দেশটির তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট দল বড় জয় পেয়েছে।

যদিও এই নির্বাচনের ব্যালটে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ছিল না, তবুও পুরো প্রচারজুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। ফল ঘোষণার পর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি ট্রাম্প। তিনি দাবি করেন, রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে দুটি কারণে: প্রথমত, ট্রাম্প নির্বাচনে ছিলেন না এবং দ্বিতীয়ত, ইতিহাসের দীর্ঘতম ফেডারেল শাটডাউন।

নির্বাচনের আগের দিন থেকেই ট্রাম্প সতর্ক করছিলেন যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম "দ্বিগুণ কিংবা তিনগুণ" হতে পারে। তিনি এমনকি নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানি মেয়র নির্বাচনে জিতলে শহরটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকিও দেন এবং সমর্থকদের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সতর্কবার্তা ভোটারদের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। নিউইয়র্কে মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানি। এছাড়া, নিউ জার্সির গভর্নর হয়েছেন মাইকি শ্যারিল, আর ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে বিজয়ী হয়েছেন আ্যাবিগেইল স্প্যানবার্গার— এই তিনজনই ডেমোক্র্যাট দলের প্রার্থী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.