× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান সংঘাতে ৭ নয়, ৮ যুদ্ধবিমান ভূপাতিত: নতুন দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ নভেম্বর ২০২৫, ১৫:২০ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাত তিনিই থামিয়েছিলেন। তবে এবার তিনি সংঘাতের সময় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন এনেছেন।

গতকাল বুধবার ফ্লোরিডার মায়ামিতে 'আমেরিকান বিজনেস ফোরাম'-এ বক্তৃতাকালে ট্রাম্প বলেন, 'অপারেশন সিঁদুর' নাম দিয়ে পাকিস্তানের ভারতে হামলার সময় ‘আটটি বিমান’ গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট এর আগে একই সংঘাতের বিষয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা দাবি করেছিলেন। তার প্রথম দাবি ছিল, তিনটি বিমান গুলি করে নামানো হয়েছিল। এরপর জুলাই মাসে দাবি করেন, তিনটি নয় পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এরপর আগস্ট মাসে সংখ্যাটি আরও বাড়িয়ে সাত করেন। সর্বশেষ (নভেম্বর) সংখ্যাটি দাঁড়াল ‘আটটি’তে।

ট্রাম্প দাবি করেন, বিশ্বের সব সংঘাত ও যুদ্ধ বন্ধে তাঁর বাণিজ্য চুক্তি ও শুল্কের হুমকিই হচ্ছে বড় হাতিয়ার। তিনি বলেন, দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করার মাঝামাঝি সময়ে তিনি যখন শুনতে পান যে দেশ দুটি যুদ্ধের দিকে এগোচ্ছে, তখনই তিনি হুমকি দেন যে যুদ্ধে জড়ালে তাঁর প্রশাসন কোনো দেশের সঙ্গেই কোনো চুক্তি করবে না।

ট্রাম্প বলেন, এই হুমকির পরই তিনি একটি ফোন কল পান এবং তারা শান্তি চায় বলে জানায়। তিনি মন্তব্য করেন, 'আমি বললাম ধন্যবাদ, চলুন ব্যবসা করি। এটা দারুণ না?'

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র এখন শক্তির মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে। তিনি এ-ও দাবি করেন যে, তাঁর দ্বিতীয় মেয়াদের আট মাসে তিনি ‘আটটি যুদ্ধ’ শেষ করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এই দাবির পর ভারত আবারও তা প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তেজনা নিরসনে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.