× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ নভেম্বর ২০২৫, ১৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই। ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে—যেখানে তিনি কয়েক দশক ধরে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

ডিএনএ-এর গঠন আবিষ্কারের জন্যই ওয়াটসন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এই যুগান্তকারী আবিষ্কার ডিএনএ কীভাবে জিনগত তথ্য প্রতিলিপি ও পরিবহন করে, সে রহস্য উন্মোচন করে এবং আধুনিক জীববিজ্ঞানের নতুন যুগের সূচনা ঘটায়।

১৯৫৩ সালে ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্সের সঙ্গে মিলে ডিএনএ-এর বিখ্যাত ‘ডাবল-হেলিক্স’ মডেল আবিষ্কার করেন তিনি। এই আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ১৯৬২ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান তারা। সেই সময় তারা বলেছিলেন, “আমরা জীবনের রহস্য আবিষ্কার করেছি।”

২০১৪ সালে ওয়াটসন নিজের নোবেল পদকের সোনার অংশ ৪৮ লাখ ডলারে বিক্রি করেছিলেন। সে সময় তিনি জানান, জাতি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বৈজ্ঞানিক সমাজে বয়কটের মুখে পড়েছিলেন, তাই পদকটি বিক্রির সিদ্ধান্ত নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.