× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই দেশে টাইফুনের ভয়াবহ তাণ্ডব, মৃতের সংখ্যা ছাঁড়ালো ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

ফিলিপাইনে টাইফুন ‘কালমেগি’র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৪ এবং ১০৯ জন এখনো নিখোঁজ। শনিবার (৮ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম ফিলিপাইন নিউজ এজেন্সির বরাত এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঝড়ে ১৫৬ জন আহত হয়েছেন।

এতে সেবু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই প্রদেশে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অ্যান্টিক, ইলোইলো, গুইমারাস, বোহল ও লেইতে প্রতিটি প্রদেশে একজন করে, সাউদার্ন লেইতে-তে দুজন, কাপিজে তিনজন, আগুসান দেল সুরে ছয়জন, নেগ্রোস অক্সিডেন্টালে ২৭ জন এবং নেগ্রোস ওরিয়েন্টালে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এই টাইফুনের আঘাতে একন পর্যন্ত প্রায় ২ দশমিক ৯ মিলিয়ন মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ লাখ ৮২ হাজার ৪৯০ জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এই দুর্যোগের মাত্র এক সপ্তাহ আগে, গত ৩০ সেপ্টেম্বর সেবুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছিলেন।

শুক্রবার গভীর রাতে ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন ফুং-ওয়ং। এতে ভারী বৃষ্টিপাতের কবলে বিমান ফ্লাইট বাতিল, বিদ্যালয় বন্ধ ও সমুদ্রযাত্রা স্থগিত করতে বাধ্য করেছে।

এদিকে, শুক্রবার কালমেগি ভিয়েতনামে প্রবেশ করে, যেখানে ৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩ লাখ মানুষ প্রভাবিত হয়েছে। এদের মধ্যে প্রায় ৩ লাখ ৯৮ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.