মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের প্রতিটি নাগরিককে ২ হাজার ডলার করে 'ডিভিডেন্ড' বা 'লভ্যাংশ' দেওয়ার প্রস্তাব করেছেন। বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) থেকে সরকারের অর্জিত বিলিয়ন ডলার রাজস্ব থেকে এই অর্থ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, "আমরা ট্রিলিয়ন ডলার আয় করছি এবং শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধ শুরু করব... প্রত্যেকের জন্য অন্তত ২ হাজার ডলারের একটি ডিভিডেন্ড দেয়া হবে ( উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে)।" এই অর্থ চলতি বছর শুল্ক থেকে সরকারের তোলা বিপুল পরিমাণ রাজস্ব থেকে আসবে বলে তিনি উল্লেখ করেছেন
ট্রাম্পের এই ঘোষণার সময় এমন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই শুল্ক মামলার রায় কবে আসবে, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসি নিউজকে বলেছেন, এই ২ হাজার ডলারের লভ্যাংশ নানা উপায়ে দেওয়া হতে পারে, যার মধ্যে বখশিশ ও ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়ার মতো কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এর আগে ট্রাম্প একাধিকবার এমন 'শুল্ক ডিভিডেন্ড' দেওয়ার ইঙ্গিত দিলেও, সম্প্রতি তিনি নির্দিষ্টভাবে এই ২ হাজার ডলার পরিমাণের কথাই বলছেন।