× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা সিরিয়াকে সফল করতে যা যা করা সম্ভব, সব করবো: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।

১১ নভেম্বর ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘ দশকজুড়ে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে সিরিয়া। এই পরিবর্তনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সিরিয়াকে সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউসে সিরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই নেতার প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা সিরিয়াকে সফল করতে যা যা করা সম্ভব, সব করব। প্রেসিডেন্ট শারা একজন শক্তিশালী নেতা। তিনি কঠিন জায়গা থেকে এসেছেন, আর তিনিও যথেষ্ট কঠিন মানসিকতার মানুষ। আমি তাকে পছন্দ করেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা সিরিয়াকে একটি সফল দেশ হিসেবে দেখতে চাই। আমি বিশ্বাস করি এই নেতা সেটা করতে পারবেন।’

তিনি জানান, শারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখছেন।

ট্রাম্প আরও বলেন, ‘সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইসরায়েলের সঙ্গেও কাজ করছি, যেন সবাই একসঙ্গে চলতে পারে। এখন পর্যন্ত সেটি চমৎকারভাবে এগোচ্ছে।’

প্রায় ৮০ বছর পর প্রথমবারের মতো কোনো সিরীয় নেতা হোয়াইট হাউস সফর করলেন। আলোচনায় মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, আইএসবিরোধী জোটে সিরিয়ার অংশগ্রহণ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

তবে বৈঠকের আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ করেনি হোয়াইট হাউস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.