সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের উচ্চস্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ছিলেন মার্কো রুবিও, পিট হেগসেথ এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।
বুধবার সৌদি প্রেস এজেন্সি বরাত এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
বৈঠকে সৌদি-আমেরিকান সম্পর্ক ও দুই বন্ধুত্বপূর্ণ দেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, সাধারণ স্বার্থের বিষয়সমূহ এবং সেগুলো মোকাবেলার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।
এই সফরে ক্রাউন প্রিন্সের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ট্রাম্প তার প্রেসিডেন্ট পদে প্রথম ও দ্বিতীয় মেয়াদে সৌদি আরবকে বিদেশ সফরের প্রথম গন্তব্য করেছিলেন।
সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ গভীর হয়েছে। পরবর্তী সপ্তাহে প্রিন্স মোহাম্মদ ও ট্রাম্পের বৈঠকে একাধিক চুক্তি আলোচনার জন্য রাখা হয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের চুক্তি, বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাব্য চুক্তি অন্তর্ভুক্ত।