× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জর্জিয়ায় আছড়ে পড়া তুর্কি সামরিক বিমানের সকল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

১২ নভেম্বর ২০২৫, ১৪:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান। এ ঘটনায় বিমানের ২০ জন আরোহীর সবাই মারা গেছেন বলে বুধবার নিশ্চিত করেছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার বিকেলে পশ্চিম আজারবাইজানের গাঞ্জা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। তবে পূর্ব জর্জিয়ায় সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিমানের ক্রু সদস্যসহ সামরিক কার্গোটিতে ২০জন আরোহী ছিলেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার এক্সে নিহতদের ২০টি ছবি সহ পোস্ট করে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের বীর সহযোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর আজারবাইজান থেকে তুরস্কে ফেরার জন্য উড্ডয়নকারী সি-১৩০ সামরিক কার্গো বিমানের দুর্ঘটনার কারণে শহীদ হয়েছেন।’ 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

তবে প্রত্যক্ষদর্শীদের তোলা ছবি এবং আজারবাইজানি সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমানটি ভেঙে পড়ার সময় অনুভূমিকভাবে ঘুরছিল।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিমানটি আজারবাইজানের সাথে জর্জিয়ার রাজ্য সীমান্ত থেকে প্রায় ৩ দশমিক ১ মাইল (পাঁচ কিলোমিটার) দূরে সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

জর্জিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে যে বিমানটি তাদের আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পরেই ‘কোন বিপদ সংকেত প্রেরণ না করে’ তাদের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.