× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উড্ডয়নের পরই বিকট শব্দ, আছড়ে পড়া বিমানের ২০ সেনাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

১২ নভেম্বর ২০২৫, ১৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

জর্জিয়ায় বিধ্বস্ত হওয়া তুরস্কের সামরিক কার্গো বিমানটিতে থাকা ২০ জন সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন। বিমানটি আজারবাইজান থেকে  উড্ডয়ন করেছিল।

মঙ্গলবার জর্জিয়ার কাখেতি অঞ্চলের সিঘনাঘি মিউনিসিপ্যালিটিতে তুর্কি সি–১৩০ সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বিধ্বস্ত বিমানে কমপক্ষে ২০ জন তুর্কি সেনা সদস্য আছেন।

প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। টিলাজুড়ে ঘাসের ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল, কিছু অংশে তখনো আগুন জ্বলছিল এবং ধোঁয়া উড়ছিল।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্স-পোস্ট বলেছেন, 'আমাদের বীর সহযোদ্ধারা শহীদ হয়েছেন, যখন আজারবাইজান থেকে দেশে আসার পথে আমাদের সি-১৩০ সামরিক কার্গো বিমানটি জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়।' তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.