× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ হেফাজতে ইমরান খানের ৩ বোন

আন্তর্জাতিক ডেস্ক।

২০ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি পুলিশ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে মঙ্গলবার গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র জানিয়েছে, নির্ধারিত দিনে আদিয়ালা কারাগারে ইমরান খান ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় বোনেরা একটি অবস্থান ধর্মঘট শুরু করেন। ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে এই অবস্থান ধর্মঘট শুরু হয়। 

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পুলিশ আলোচনা করার পরও ইমরান খানের বোন আলীমা ধর্মঘট শেষ করতে অস্বীকৃতি জানান।

বরং ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য সময় নির্ধারণের দাবিতে জোর দেন। এরপর প্রথমে পুরুষ কর্মীদের সরিয়ে দেয় কর্তৃপক্ষ এবং মধ্যরাতে নারী পুলিশ ইউনিট ইমরান খানের বোনদের হেফাজতে নিয়ে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যায়।

এই পদক্ষেপের পর ১০ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষ হয় এবং বাকি শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পিটিআই অভিযোগ করে, ইমরান খানের বোনদের শান্তিপূর্ণভাবে আদিয়ালা কারাগারের বাইরে বসে থাকার সময় পুলিশ জোর করে আটক করেছে।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, খাইবার পাখতুন্খোয়ার প্রাদেশিক মন্ত্রী মীনা খান আফরিদি, এমএনএ শাহিদ খাটকসহ দলীয় আরো অনেক নেতা-কর্মী, এমনকি নারী কর্মীদেরও সহিংসতার শিকার করে আটক করা হয়েছে।

বিরোধী জোট তেহরিক তাহাফফুয-এ-আইন-এ-পাকিস্তান (টিটিএএপি)-এর নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ইমরান খানের বোন ও অন্যান্য নারী কর্মীদের ওপর পুলিশের কথিত এই আচরণকে তীব্র নিন্দা জানান। আব্বাস প্রশ্ন তোলেন, এ ধরনের ঘটনার নৈতিক বা ধর্মীয় কোনো যুক্তি আছে কি না। 

তিনি বলেন, এটি ‘মানবতা, বিশ্বাস ও নৈতিকতার সব নীতি লঙ্ঘন করে।’ নারীদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না এবং এটি ‘রাষ্ট্রীয় ক্ষমতার গুরুতর অপব্যবহার’ বলে মন্তব্য করেন তিনি। টিটিএএপি নেতা আরো অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ প্রাদেশিক সরকারের নির্দেশে এ হামলা চালিয়েছে। তিনি ঘটনাটিকে ‘মানবতার মুখে চপেটাঘাত’ এবং ‘বিপজ্জনক ও দমনমূলক মানসিকতার প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেন। পাঞ্জাব সরকার বা পুলিশ এ অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র : এক্সপ্রেস ট্রিবউন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.