× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মামদানিকে সাংবাদিকের প্রশ্ন, ট্রাম্পকে এখনো ফ্যাসিবাদী মনে করেন?

আন্তর্জাতিক ডেস্ক।

২২ নভেম্বর ২০২৫, ১৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, জোহরান তাকে ফ্যাসিবাদী বলতে চাইলে বলতে পারেন। এতে তিনি কিছু মনে করবেন না।

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনী প্রচারের সময় জোহরান মামদানিকে বিভিন্ন সময় বলতে শোনা গেছে, ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিবাদী। এর সূত্র ধরেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি এখনো ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন কি না।

তখন মামদানি উত্তর দিতে শুরু করেন, ‘আমি এ বিষয়ে বলেছি…’, ঠিক তখনই ট্রাম্প বলে ওঠেন, ‘ঠিক আছে। তুমি শুধু ‘হ্যাঁ’ বলতে পারো।

ব্যাখ্যা করার চেয়ে এটা সহজ। আমার আপত্তি নেই।’ সিএনএন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠককে ট্রাম্প দারুণ ও খুবই ফলপ্রসূ বলে প্রশংসা করেন।

নিউইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প তার শহরের মেয়র নির্বাচিত হওয়ায় জোহরানকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেছেন, আবাসন খাতে উন্নয়ন ও খাদ্যের বাড়তি দাম নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একই ধরনের মতামত ব্যক্ত করেছেন।

ট্রাম্প আরো বলেন, মামদানিকে নিয়ে তার প্রত্যাশা ইতিবাচক, এমনকি তিনি রাজনৈতিক পরিমণ্ডলে অনেককে অবাকও করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি সত্যিই ভালো মেয়র হবেন বলে আশা করি। তিনি যত ভালো করবেন, আমি ততই খুশি হব। এখানে রাজনৈতিক দলের কোনো পার্থক্য নেই।

তিনি কিছু রক্ষণশীল মানুষকে যেমন অবাক করবেন, তেমনি খুব উদারপন্থী মানুষকেও।’

বৈঠকে প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে মামদানিও বলেন, আলোচনাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয়-সংক্রান্ত জরুরি সমস্যাগুলোই এতে গুরুত্ব পেয়েছে। মামদানি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি ভালো হয়েছে।’

সূত্র : এনডিটিভি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.