ইতালি বিএনপি'র সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন প্রবাসীদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশন এবং বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ প্রবাসীদের মাঝে সহজভাবে উপস্থাপন ও ধারণা দেওয়ার লক্ষ্যে ইতালির ২২ টি প্রভিন্সে সফর শুরু করেছেন, শুরুতেই ইতালির লীবর্ণ, পিজজা শহর সফর শেষে ২৩ শে নভেম্বর ২০২৫ রবিবার উপস্থিত হন ইতালির শিল্প নগরী ভিছেন্সাতে।
ভিছেন্সা প্রভিন্স বিএনপি'র সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সিকদার মোঃ কায়েস, ও সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সাবেক সম্মানিত সদস্য ইমরান খান, সাবেক সহ-সভাপতি জাফর আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি রনি শেখ, বিএনপি নেতা মামুন খান, বিএনপি নেতা হালিম তুষার, যুবদলের সম্মানিত ১ম সদস্য ওবায়দুল্লাহ জাকির, যুবনেতা মিহাদ হাসান নয়ন, যুবনেতা সোহেল, বিএনপি নেতা শরীফ আহমেদ, আনিসুর রহমান, সিবলি সাদিক সহ অসংখ্য নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ফুল দিয়ে ঢালী নাসির উদ্দিন সাহেব কে বরণ করেন।
জনাব ঢালী নাসির উদ্দিন অভ্যর্থনা শেষে জনাব তারেক রহমান ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং পোস্টাল ভোট সংক্রান্ত বিষয়ে সকল শ্রেণির পেশার মানুষকে অবহিত করেন এবং পোস্টার বিতরণ করেন। তিনি এই প্রথম প্রবাসীদের ভোটের সিস্টেম চালু হওয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। এই বিষয়টি যেহেতু অনেক সাধারণ জনগণ অবগত নন সেজন্যে প্রতিটি প্রভিন্সা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ভিছেন্সা বিএনপি নেতাদের এ বিষয়ে সাধারণ জনগণকে সহায়তার জন্য অনুরোধ জানান।
উপস্থিত সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সিকদার মো. কায়েস ও সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার টিম গঠনের মাধ্যমে সকল কমিউনিতে এ বিষয়টি সহজভাবে মানুষকে অবগত করার আশ্বাস প্রদান করেন।
ভিছেন্সা বিএনপি নেতা জনাব তুষার হালিম সকল নেতাকর্মীদের দুপুরের খাবারের আয়োজন করেন। এ সময় ভিছেন্সা বিএনপি'র এই কর্মসূচিতে পার্শ্ববর্তী ভেনিস বিএনপি ভেনিস যুবদল লিবোন্ন বিএনপি যুবদল পিজ্জা বিএনপি ও যুবদলের ব্যাপক নেতাকর্মী উপস্থিত হন এবং তারা সকলেই অঙ্গীকার ব্যক্ত করেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবেন সেই লক্ষ্যে কাজ করার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তারা।