× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত।

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ফেডারেল রিজার্ভ শিগগির সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশার কারণে সোমবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বৃদ্ধি পায়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে নির্ধারিত হয়।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে দিন দিন আরও বিশ্বাস জন্মাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের সুদের হার ‘নিকট ভবিষ্যতে’ কমানো যেতে পারে, তবে এতে ফেডের মুদ্রাস্ফীতির লক্ষ্য বিঘ্নিত হবে না এবং এটি কর্মসংস্থানের বাজারে পতন রোধ করতে সাহায্য করবে।

সোমবার সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে।

 মেলেক বলেন, আমরা এখনো নতুন অর্থনৈতিক ডেটার অপেক্ষায় আছি এবং ধারণা করা হচ্ছে—এটি কিছুটা নিম্নমুখী হতে পারে। মুদ্রাস্ফীতিও তেমন বেশি বাড়বে না বলে আশা করা হচ্ছে। এসব পরিস্থিতি স্বর্ণের দামের ঊর্ধ্বগতি বজায় রাখার দিকে ইঙ্গিত করছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সুদের হার কমানোর বিতর্ক এবং বিশেষ করে ইউক্রেন সম্পর্কিত ভূ-রাজনৈতিক পরিবেশের পরিবর্তন, স্বর্ণের দাম আরও বাড়াতে সাহায্য করতে পারে। তবে আমাদের দৃষ্টিতে এটি এখনো চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল জানান, ফেডারেল রিজার্ভের সুদ কমানো নিয়ে চলমান আলোচনা এবং বিশেষ করে ইউক্রেন ঘিরে পরিবর্তিত ভূ–রাজনৈতিক পরিস্থিতি স্বর্ণের মূল্য আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে তার মতে, স্বর্ণের দাম আপাতত চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পট রুপার দাম আউন্সপ্রতি ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৮৪ ডলারে উঠেছে। প্লাটিনামের মূল্যও বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৩ শতাংশ উন্নীত হয়ে আউন্সপ্রতি এক হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.