পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেন, তার দেশ কখনোই হঠাৎ বা ঘোষণা ছাড়া হামলা চালায় না এবং যখনই সামরিক অভিযান পরিচালিত হয়, তা প্রকাশ্যভাবেই জানানো হয়।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার প্রধানের এই মন্তব্য আসে কয়েক ঘণ্টা পর, যখন আফগান তালেবান অভিযোগ তোলে, পাকিস্তান আফগানিস্তানে রাতে হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল চৌধুরী সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পাকিস্তান যখনই কাউকে আক্রমণ করে, তা ঘোষণা করেই করে,’ এবং তিনি যোগ করেন, পাকিস্তান কখনোই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না।
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে ভালো বা খারাপ তালেবানের কোনো বিভাজন নেই।
আরো মন্তব্য করেন, সন্ত্রাসীদের মধ্যে ‘কোনো পার্থক্য’ নেই।
জেনারেল চৌধুরী আরো বলেন, ‘তালেবান সরকারকে একটি রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নিতে হবে, অ-রাষ্ট্রীয় সত্তা হিসেবে নয়।’ তিনি এ-ও প্রশ্ন তোলেন, আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী ব্যবস্থা আর কতদিন চলবে।