ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার বাহিনীর কার্যক্রম এড়িয়ে গেছেন অথবা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এরফলে তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে । খবর টিআরটি ওয়ার্ল্ডের।
গাজায় ইসরাইলের দুই বছরের যুদ্ধে ৯২৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ছয় হাজার ৩৯৯ জন। এছাড়া বর্তমানে প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে।
সেনাবাহিনীর বিরদ্ধে প্রকৃত হতাহতের খবর গোপন রাখার অভিযোগ উঠেছে। দৈনিক মারিভ পত্রিকায় এক মতামত নিবন্ধে ব্রিক লিখেছেন, অনেক সেনা কর্মকর্তা চাকরী থেকে অব্যাহতি চেয়েছেন আবার তরুণ নিয়োগপ্রাপ্তরা দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। একারণে সেনাবাহিনীতে কর্মীদের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে।
ব্রিক বলেন, সেনাবাহিনীর জনশক্তি বিভাগ বছরের পর বছর ধরে ‘পেশাদারিত্ব বা দায়িত্বহীনভাবে কাজ করে আসছে এবং মানবসম্পদ পরিচালনা এবং এর চাহিদা মূল্যায়নের মূল সমস্যাগুলোকে উপেক্ষা করেছে। তিনি আরো বলেন, জনবলের তীব্র ঘাটতি যুদ্ধ সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধ পরিচালনাকে দুর্বল করে দিচ্ছে। তার মতে, পরিস্থিতি শিগগিরই সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে কাজ করার ক্ষমতা হারাতে পারে।