ফের বোমা হামলার হুমকিতে জরুরি অবতরণ করেছে ভারতের ইন্ডিগো বিমানের একটি ফ্লাইট। কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর ফ্লাইটটি মঙ্গলবার সকাল পৌনে ৮টায় মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ইন্ডিগোর পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ফ্লাইটটিতে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। একটি ইমেলের জেরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমেইলটিতে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। এরপরই মঙ্গলবার সকাল পৌনে ৮টায় সেটি জরুরি অবতরণ করে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে।
অন্য বিমান থেকে নিরাপদ দূরত্বেই সেটিকে অবতরণ করানো হয়। যাত্রীদের ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১২ নভেম্বরও এমনই বোমা হামলার হুমকির মুখে পড়েছিল ইন্ডিগোর বিমান।
এরপর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। পরে অবশ্য জানানো হয়, পুরোটাই ভুয়া। বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।