ছবি: সংবাদ সারাবেলা।
"ডিসেম্বর মাস, বাংলাদেশের বিজয়ের মাস। বিশ্বের যেখানেই থাকুন, বিজয়ের মাসে বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন এবং একাত্তরের শহীদানদের স্মরণ করুন আর বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’ এই স্লোগানের মাধ্যমে ও দীপ্ত শপথে ডিসেম্বর মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্পবলা এবং প্রতিদিন বিজয়ফুল পরার আহ্বান জানিয়ে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিজয়ফুল কার্যক্রম।
বিগত ১৮ বছর ধরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ন্যায় প্রতি বছরের মতো এবার ও ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে বাংলা স্কুলে বিজয়ফুল কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়েছে।
গত ১ লা ডিসেম্বর সোমবার ১২টা -১মিনিটের সময় বিপুল উৎসাহ–উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বিজয়ফুল কর্মসূচির ওয়েলসের উজ্জীবক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত এই পোগ্রামে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ দেশাত্মবোধক এই কলিকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন করেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্।
শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আতাউর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পোগ্রামে বক্তব্য রাখেন আনহার মিয়া, কাওসার হোসেন, শেখ মোহাম্মদ আনোয়ার, আলহাজ্ব তৈমুছ আলী, আনসার মিয়া, ভিপি সেলিম আহমদ, আসকর আলী, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ জুয়েলুর রহমান, এম এ রউফ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, মোহাম্মদ বদরুল মনসুর, ও সৈয়দ রুহেল রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে কার্ডিফের বাংলা স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে
ও বিভিন্ন গ্রোসারি শপ ও রেষ্টুরেন্ট - টেকওয়ে নানা ব্যাবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মানুষের মাঝে বিজয় ফুল পরিয়ে দেওয়া হয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন।
মহাণ শহীদানদের স্মৃতি বহন করে, বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে যে স্বপ্ন নিয়ে আজ থেকে ১৮ বছর আগে ২০০৭ সালে বৃটেন থেকে শুরু করা হয়েছিলো বিজয় ফুল কর্মসূচী, সেই যাত্রা এখনও অব্যাহত আছে নতুন প্রত্যয়ে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বীরগাথা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গড়ে ওঠা এই কর্মসূচী আমাদের জাতীয় চেতনাকে প্রতি বছর নতুন করে জাগিয়ে তোলে বলে উল্লেখ করে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি এবং বিজয়ফুল কর্মসূচির উজ্জীবক মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়ের মাটিতে আমরা আজও সেই রক্তঝরা একাত্তরকে ধারণ করে আছি। ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমরা সবাই বুকে পরিধান করবো বিজয় ফুল শুধু প্রতীক হিসেবে নয়, বরং এক অঙ্গীকার হিসেবে। অঙ্গীকার, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতা ধরে রাখার। অঙ্গীকার, নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানানো এবং মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা এগিয়ে নেওয়া হোক আমাদের দীপ্ত শপথ।
সভায় অন্যান্য বক্তারা আগামী ১৬ ই ডিসেম্বর মহাণ বিজয় দিবসের আলোচনা সভা, ও বিজয়ফুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।*
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
