যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গতকাল বুধবারও দখলদার বাহিনী হামলায় গাজায় দুই শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজার মিশর সীমান্তের কাছে হামাসের যোদ্ধাদের হামলায় তাদের চার সেনা আহত হয়েছেন। এ ঘটনার পাল্টা জবাবেই হামলা চালিয়েছে ইসরায়েল।
আল জাজিরা গাজার চিকিৎসা কর্মীদের বরাতে জানিয়েছে, ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায় আর তাতে শিবিরের বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায়।
গাজার দমকল বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশুসহ পাঁচ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
গাজার কুয়েতি হাসপাতালের সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, নিহত শিশুদের বয়স আট ও ১০ বছর আর এ হামলার ঘটনায় আরও ৩২ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ হামলার নিন্দা জানিয়েছে।