× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রায় ঘোষণার পর নতুন বার্তা ইমরান খানের

আন্তজাতির্ক ডেস্ক।

২১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

রায় ঘোষণার পর নতুন বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। দেশব্যাপী তিনি প্রতিবাদের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারাগারে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বক্তব্য দিতে না পারলেও তার আইনজীবীর সঙ্গে কথোপকথনের বরাতে এক্সে পোস্ট করা হয়েছে। সেখানে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। নিজেদের অধিকার আদায়ে পুরো জাতিকে রাস্তায় নামতে হবে।

ইমরান খান দাবি করেন, এই রায় তার জন্য নতুন কিছু নয়। গত তিন বছরে যেসব ‘ভিত্তিহীন’ রায় ও সাজা দেওয়া হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। তার অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে। এমনকি তার আইনজীবীদের কথা শোনার সুযোগও দেওয়া হয়নি।তিনি বলেন, আইনের শাসন ও সংবিধান পুনরুদ্ধারের জন্য ইনসাফ লইয়ার্স ফোরামসহ আইনজীবী সমাজকে সামনে আসতেই হবে। ন্যায়বিচার ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পিটিআই এক বিবৃতিতে এই রায়কে ‘সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি ও রাজনৈতিক প্রতিহিংসার জঘন্য উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে। দলটির নেতারা দাবি করেন, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতেই এই সাজা দেওয়া হয়েছে এবং এটি ক্ষমতাসীন গোষ্ঠীর জন্য সাময়িক স্বস্তি।

এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, মামলাটি দুর্বল ও অবিশ্বাস্য সাক্ষ্যের ওপর ভিত্তি করে গড়া। পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। তিনি জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পিটিআই তাদের আন্দোলন চালিয়ে যাবে।

ইমরান খানের বোন আলেমা খান রায়ের সমালোচনা করে বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে সব সিদ্ধান্তই একটি ‘পূর্বলিখিত স্ক্রিপ্ট’ অনুযায়ী দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আগেও ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে—তাহলে আবার নতুন করে সাজা ঘোষণার অর্থ কী?

তিনি আরও অভিযোগ করেন, বুশরা বিবিকে বেআইনিভাবে নিঃসঙ্গ কারাবাসে রাখা হয়েছে এবং ইমরান খানের পরিবারকেও জেলে ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে পিটিআই নেতা ওমর আইয়ুব এক্সে দেওয়া পোস্টে এই রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ বলে উল্লেখ করেন এবং বলেন, পাকিস্তানে আইনের শাসন বলে কিছু নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.