× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃটেনের কার্ডিফে বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় দিবস পালিত

সাফওয়ান মনসুর

৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:২০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলস এর  রাজধানী কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে গত সোমবার (২৯ ডিসেম্বর) দূপুর ২ ঘটিকায় বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় উদযাপন করা হয়েছে। 

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র এর  সভাপতিত্বে ও ওয়েলফেয়ার এর জেনারেল সেক্রেটারি কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড.বাবলিন মল্লিক, 

কার্ডিফ কাউন্টি কাউন্সিলের প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার জেসমিন চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার  শেখ মোহাম্মদ আনোয়ার, কমিউনিটি সংগঠক আব্দুল মালিক, গোলাম মর্তুজা,ফয়ছল রহমান, বদর উদ্দিন চৌধুরী বাবর, আলহাজ্ব আনকার মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ মুজিব মিয়া,রায়হান আহমেদ,নজির উদ্দিন, আনসার মিয়া, দেওয়ান টুটুল চৌধুরী,আলমগীর আলম,শাহিদুল ইসলাম, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ,সেবুল আলী আব্দুর রহমান, সাংবাদিক আতিকুল ইসলাম ও সৈয়দ রুহেল বক্তব্য রাখেন। 

মহাণ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ তসলিম, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান  মোহাম্মদ মকিস মনসুর বলেন,দীর্ঘ  ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালীরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। 

দুঃখজনক হলেও সত্য, আজ একাত্তরের ইতিহাসকে ভূলুণ্ঠিত করার নানামুখী পায়তারা চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তাই, একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশে বিদেশে  সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র  আজকের এই মহতি পোগ্রামে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ  মহাণ মুক্তিযুদ্ধের 

সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিজয়ের চেতনায় উদ্ভোদ্ধ হয়ে দেশের ও কমিউনিটির উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি ত্রিশ লক্ষ শহীদানদের প্রাণ বিসর্জন আর দুলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোক গাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। তবুও আমাদের লাল সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ মাসেই পূর্ণরূপে অংকুরিত হয়েছিলো এই বিজয় আমাদের অহংকার। 

এই সব অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেম, ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তথা বিজয়ের গৌরবগাঁথা এ অধ্যায়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

‘৭১ আমাদের গৌরব, আত্মত্যাগ ও অদম্য সাহসের প্রতীক উল্লেখ করে আলোচনা পর্বে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে আলোচনায়  অন্যান্য বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি,সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতা-চিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। পরিশেষে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.