× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্ষবরণের সময় সুইজারল্যান্ডের পানশালায় আগুন, নিহত ৪০

আন্তজাতির্ক ডেস্ক।

০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮ পিএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

সুইজারল্যান্ডের শহর ক্রাঁ-মোন্তানার একটি পানশালায় লাগা আগুনে প্রায় ১০০ জন আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটাপন্ন ও বেশ কয়েকজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খ্রিষ্টীয় বর্ষবরণ উপলক্ষে পানশালাটিতে বহু মানুষের ভিড় জমেছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত ৪০ জন। এএফপির তথ্য, স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে ক্রাঁ-মোন্তানার জনপ্রিয় পানশাল লো কনসটেলশনে আগুন লাগে। এরপর পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পানশালাটি অভিজাত স্কি রিসোর্ট এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এখনও তদন্তাধীন। তবে এটি কোনো ‘হামলা’ থেকে ঘটেছে বলে তারা মনে করেন না।

নিউইয়র্ক থেকে যাওয়া এক পর্যটক আগুনের দৃশ্য ভিডিও করেন। তিনি এএফপিকে জানান, বারের ভেতর থেকে আগুন বের হতে দেখেন। অন্ধকারে মানুষ চিৎকার করতে করতে দৌঁড়াচ্ছিল। ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের অবস্থাও বেশ গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওয়ালিস অঞ্চলের হাসপাতালগুলো ভর্তি হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে আহতদের সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। ক্রাঁ-মোন্তানার ওয়েবসাইট অনুযায়ী, লো কনসটেলশনের ভেতরে ৩০০ জন এবং টেরেসে আরও ৪০ জন অবস্থানের সুবিধা আছে। নববর্ষ উদযাপনে সেখানে শতাধিক ব্যক্তি জড়ো হয়েছিলেন।

ঘটনার কয়েক ঘণ্টা পরও পানশালার বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। জানালার কাচ ভাঙা দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এলাকাটিতে পোড়া গন্ধ ছড়িয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.