পাকিস্তানের ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবদম্পতিসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেল সাহেবজাদা ইউসুফ জানান, বিস্ফোরণের পর ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। বিস্ফোরণে আশপাশের চারটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছে। আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেপুটি কমিশনার ইউসুফ জানান, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে নেই। বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।