× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরিয়ার নতুন নোটে বাদ পড়েছে আসাদের ছবি

ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৮ পিএম

ছবি: সংগৃহিত

সিরিয়ার নতুন নোট থেকে বাদ দেয়া হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবারের ছবি। কোনও নোট বা মুদ্রায় এবার স্থান পায়নি মানুষের কোনও ছবি। সেখানে প্রতিফলিত হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার সমৃদ্ধির স্বপ্ন ও হাজার বছরের সভ্যতার প্রতিচ্ছবি।


দীর্ঘ গবেষণা ও পরিকল্পনার পর নতুন নোটের নকশা চূড়ান্ত করেছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নোটগুলোতে স্থান পেয়েছে সিরিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং কৃষি প্রধান ঐতিহ্যের স্মারক। প্রতিটি নোট আলাদাভাবে দেশটির ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরছে। সিরিয়ার সভ্যতা ও জীবিকার ইতিহাসের বিন্যাস করা হয়েছে নকশাগুলোর মধ্যে। তবে নতুন এই নোটগুলো মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা ব্যাংকারদের।

বর্তমানে নতুন ১০ হাজার মানে মূলত ১ লাখ পাউন্ড। বছরের শুরুতেই সিরিয়া পাউন্ডের নতুন নোট ব্যবহার শুরু করেছে বাসিন্দারা। পাউন্ডের মান বৃদ্ধি ও জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে পুরানো নোটের তুলনায় নতুন নোটে দুটি শূন্য কমিয়ে দেয়া হয়েছে। এতে সিরিয়া বাসিন্দারা বলেন, “নতুন নোট নিয়ে সবাই একটা বিভ্রান্তির মধ্যে আছে। এতে অভ্যস্ত হতে সময় লাগবে।”

এক দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধে ধ্বংসের মুখে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার। তবে আঞ্চলিক গোষ্ঠীগুলোর সহিংসতায় এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.