ভারতের বেঙ্গালুরু রাজ্যের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির অজুহাতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় এক গ্রাউন্ড স্টাফ সদস্যকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) দক্ষিণ কোরিয়া যাওয়ার উদ্দেশে ফ্লাইট ধরতে বিমানবন্দরে যান এক কোরিয়ান নারী। ইমিগ্রেশন চেক সম্পন্ন করার পর তিনি টার্মিনালের দিকে আগাতে থাকলে মোহাম্মদ আফান নামে এক নিরাপত্তা কর্মী তার ফ্লাইটের টিকিট দেখতে চান।
এই সময় নারীর কাছে ওই কর্মী দাবি করেন, তার চেক-ইন লাগেজে সমস্যা হয়েছে এবং সেখান থেকে ‘বিপ’ শব্দ হয়েছে।
ওই নারী অভিযোগ করেন, নিয়মিত স্ক্রিনিং কাউন্টারে ফিরে গেলে অনেক সময় লাগবে এবং এতে তার ফ্লাইট মিস হয়ে যেতে পারে বলে জানানো হয়। এজন্য তাকে আলাদাভাবে তল্লাশি করা প্রয়োজন জানিয়ে পুরুষদের শৌচাগারের দিকে নিয়ে যান ওই নিরাপত্তা কর্মী। এরপর জোর করে অনুমতি ছাড়া তাকে একাধিকবার আপত্তিকরভাবে স্পর্শ করে ‘ধন্যবাদ’ বলে চলে যান অভিযুক্ত ব্যক্তি।
ঘটনার পর পরই কতৃপক্ষকে বিষয়টি জানালে অভিযুক্তকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।
কোরিয়ান নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা পায়। বিমানবন্দর পুলিশ একটি মামলা দায়ের করে আফানকে গ্রেপ্তার করে।