× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে সম্পদের কারণে গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহী ট্রাম্প

আন্তজাতির্ক ডেস্ক।

২৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড দ্বীপ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি দাবি করেছেন, দ্বীপটির প্রতিরক্ষা ইস্যুতে একটি ভবিষ্যৎ চুক্তির ‘ফ্রেমওয়ার্ক’ তিনি নিশ্চিত করেছেন যার মধ্যে বিরল খনিজ সম্পদের ওপর অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে।

তাহলে প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডে আসলে কী ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে? ধারণা করা হয়, গ্রিনল্যান্ডের ভূগর্ভে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। একই সঙ্গে, ইলেকট্রনিক্স, সবুজ জ্বালানি এবং বিভিন্ন কৌশলগত ও সামরিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ কাঁচামালের বিশাল ভাণ্ডারও সেখানে আছে; যেগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে ট্রাম্প আগ্রহ দেখাচ্ছেন।

ইউরোপীয় কমিশন যে ৩৪টি খনিজকে ‘ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস’ হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে ২৫টিই গ্রিনল্যান্ডে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে গ্রাফাইট, নাইওবিয়াম ও টাইটানিয়াম। ২০২৩ সালের ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপে এই তথ্য উঠে এসেছে।

গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব ‘শুধু প্রতিরক্ষা বিষয়ক নয়’—গত বছর গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে সিনেটের এক শুনানিতে এমন মন্তব্য করেন টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ।

তিনি দ্বীপটির ‘বিরাট বিরল খনিজ উপাদানের মজুতের’ কথাও তুলে ধরেন।

তবে ট্রাম্প কখনো কখনো এসব সম্পদের গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। তিনি দাবি করেন, মূল বিষয় হলো ওই অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব বাড়ছে—যার কারণে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড ‘অবশ্যই দরকার’।

বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি গ্রিনল্যান্ড চাই নিরাপত্তার জন্য—অন্য কোনো কারণে নয়।

দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিভেন ল্যামির মতে, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ট্রাম্পের আগ্রহ ‘মূলত ওই সম্পদগুলোর ওপর প্রবেশাধিকার নিশ্চিত করা এবং চীনের প্রবেশ ঠেকানোর বিষয়েই কেন্দ্রীভূত।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক জোরদার করছিল। ২০২০ সালে দ্বীপটির রাজধানী নুকে মার্কিন কনস্যুলেট পুনরায় খোলা হয়, যা আর্কটিকে রাশিয়া ও চীনের বাড়তে থাকা সামরিক উপস্থিতির প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়।

ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর তার মিত্ররা দ্বীপটির বাণিজ্যিক সম্ভাবনার কথা জোর দিয়ে বলছেন। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে নতুন সমুদ্রপথ খুলছে, পাশাপাশি মৎস্য ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ—বিশেষ করে জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ; অনুসন্ধানের সুযোগ বাড়ছে, যেগুলোকে প্রশাসন প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অগ্রাধিকার খাত হিসেবে দেখছে।

গত বছর গ্রিনল্যান্ডে মোতায়েন মার্কিন সেনাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে, তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, ‘এটা শিপিং লেনের বিষয়। এটা জ্বালানির বিষয়। এটা মৎস্য সম্পদের বিষয়। আর অবশ্যই, এটা আপনার মিশনের বিষয়—আমাদের নিরাপদ রাখা, মহাকাশ পর্যবেক্ষণ, আমাদের প্রতিপক্ষদের নজরদারি করা এবং নিশ্চিত করা যে আমেরিকান জনগণ প্রতিদিন নিশ্চিন্তে ঘুমাতে পারে।’

এই পরিকল্পনা অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে, পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে করা অন্যান্য চুক্তির ধারাবাহিকতা—যার উদ্দেশ্য বিরল খনিজের সরবরাহ ও উৎপাদনে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করা। বর্তমানে এই শিল্পে চীনের আধিপত্য রয়েছে।

বর্তমানে দ্বীপটির ১০০টি ব্লকে অনুসন্ধান অনুমতি দেওয়া হলেও, কার্যকরভাবে উৎপাদনশীল খনি রয়েছে মাত্র দুটি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.