× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাম্প্রদায়িক সংঘর্ষঃ ভারতের যোধপুরে গ্রেপ্তার ৯৭

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২২, ১৪:১৩ পিএম

ছবি:সংগৃহীত

ভারতে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংঘর্ষ এক নিত্য দিনের ঘটনা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নিজ শহড় যোধপুর। আর সেখানেই ঈদের দিন ও তার আগের দিন ঘটে গেলো সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের পর পুলিশ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করেছে।

জানা যায় এ ঘটনার পর, উদয় মন্দির এবং নাগোরি গেটসহ যোধপুরের কিছু অংশে কারফিউ অব্যাহত রাখা হয়। গুজব ও উসকানি ছড়ানো বন্ধ করতে ইন্টারনেটও রয়েছে বন্ধ ।

সূত্রে জানা যায়,যোধপুরে তিন দিনের পরশুরাম জয়ন্তী উৎসব চলাকালিন জালরি গেট চক্করে ঈদের পতাকা টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এর ফলে সোমবার রাতে পাথর নিক্ষেপে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়। সেই রাতে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে।  

মুখ্যমন্ত্রী গেহলটের অভিযোগ অনুসারে সহিংসতার কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির ভূমিকা রয়েছে । 

মঙ্গলবার তিনি বলেন, 'এটা বিজেপির অ্যাজেন্ডা। কারণ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এত বেড়ে গেছে, তারা তা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই মনোযোগ সরাতে তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে।'

ভারতের গত কয়েক সপ্তাহে দিল্লি, গুজরাট এবং মধ্যপ্রদেশসহ  বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ ঘটনা ঘটে যোধপুরে।

সূত্র : এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.