× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরাকের দাবি ইরান-সৌদির দূরত্ব কমে আসছে

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২২, ১৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি ইরাক দাবি করেছে ইরান এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব দ্রুত কমে আসছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা বলেন।

উল্লেখ্য যে গত ২০১৬ সাল থেকে ইরান এবং সৌদি আরবের সঙ্গে বৈরি সম্পর্ক বিরাজ করে আসছিল।

গত এক বছর ধরে  ইরাক দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্ট চালিয়ে যাচ্ছে ।শিয়াপ্রধান ইরান এবং সুন্নিপ্রধান ইরানের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। মূলত এ দুদেশের ছায়াযুদ্ধই চলছে ইয়েমেনে।

২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরকে ফাঁসি দেওয়ার ঘটনায় তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা করে ইরানের বিক্ষুদ্ধ মানুষ।

ওই ঘটনার পর থেকেই সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ছেদ পড়ে ইরানের।তবে, খুব শিগগিরই বাগদাদে ইরানের সঙ্গে সৌদি আরবের ৬ষ্ঠ দফার আলোচনা হবে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.