টুইটার কিনতে ইলন মাস্ককে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উৎসাহিত করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা আখ্যা দিয়েছেন টেসলা প্রধান। এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’-এর সিইও ডেভিন নুনেসকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট চুপি চুপি ইলন মাস্ককে টুইটার কেনার জন্য উৎসাহিত করেছেন।
খবরটি টুইটারে শেয়ার করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট। এই টুইটে রিপ্লাই দিয়েছেন মাস্ক। তিনি লেখেন, ‘এটা মিথ্যা। ট্রাম্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার কোনো যোগাযোগ নেই, যিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি কেবল ‘ট্রুথ সোশ্যাল’-এ থাকবেন।’
গত মাসে মাস্কের কাছে টুইটার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। চুক্তি অনুযায়ী ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার বিক্রির সিদ্ধান্ত হয়।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কেনার উদ্দেশ্য সম্পর্কে মাস্ক বলেন, তিনি টুইটারকে আইডিয়া বিনিময়ের মুক্ত মঞ্চ বানাতে চান। টুইটার কেনার জন্য এই চিন্তাই তাঁকে প্রাথমিকভাবে প্রভাবিত করেছে।
আগে মাস্ক বহুবার বলেন, তিনি টুইটারকে সেন্সরশিপ মুক্ত করে বাক্স্বাধীনতার চর্চা করতে দিতে চান।