× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২২, ০৮:০৯ এএম

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিসগড়ের রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত ওই দুইজন পাইলটের নাম ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডে এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব।

এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) রাত ৯টা ১০ মিনিটে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই পাইলট। হেলিকপ্টারে আর কেউ ছিল না। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেটওণ জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.